কে কোন কলেজের, তাতে কী এসে যায়? বিকেলে তো সবাই কলেজ মাঠের! এখানেই বন্ধুত্ব গড়ে উঠত, সম্পর্ক ভাঙত, গল্প জন্ম নিত। এই শহরে যত স্বপ্নের বীজ পোঁতা হয়েছিল, তার অনেকটাই কলেজ মাঠের আড্ডা থেকে জন্ম নিয়েছিল। কেউ ফুটবল খেলত, কেউ প্রেম করত, কেউ শুধু বন্ধুদের নিয়ে গলা ছেড়ে হেসে যেত — কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ ছিল সবার বিকেলের ঠিকানা।
0 মন্তব্যসমূহ