Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত

 কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত 

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) সকাল ৭টায়  কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার বিত্তিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম (১৯)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাট জেলায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঈদের ছুটি শেষে সকালে ট্রেন যোগে জয়পুরহাট থেকে কুষ্টিয়া আসেন রাশেদুল ইসলাম। পরে বটতৈল মোড় থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাওয়ার উদ্দেশে শ্যামলী পরিবহনের একটি বাস উঠেন। এসময় বাসটি সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাশেদুল। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ