অক্ষয় কুমার মৈত্রেয় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি ইতিহাসবিদ, আইনজীবী, সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক।কুষ্টিয়ার মিরপুর থানার শিমুলিয়া গ্রামে মামা ভবানন্দ মজুমদারেব বাড়িতে তার জন্ম।তার পড়াশোনায় হাতেখড়ি ঘটে কুষ্টিয়ার হরিনাথ মজুমদারের কাছে। ১০ বছর বয়সে রাজশাহী বাবার বাড়ি চলে যান।তিনি মূলত একজন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও, ইতিহাস চর্চায় তাঁর অবদান অবিস্মরণীয়। তিনিই প্রথম বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে প্রচলিত 'অন্ধকূপ হত্যা'র মতো ঐতিহাসিক অতিরঞ্জন ও মিথ্যাচারের বিরুদ্ধে তথ্যপ্রমাণসহ জোরালো প্রতিবাদ করেন। তাঁর রচিত "সিরাজদ্দৌলা", "মীরকাসিম" এবং "গৌড়লেখমালা"-এর মতো গ্রন্থগুলো বাংলার ইতিহাস গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে। তিনি 'ঐতিহাসিক চিত্র' নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন এবং বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন, যা বাংলার ইতিহাস ও প্রত্নতত্ত্ব সংরক্ষণে এক মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
0 মন্তব্যসমূহ