মাহমুদা খাতুন সিদ্দিকা বিংশ শতাব্দীর একজন অন্যতম স্বনামধন্য বাঙালি মহিলা কবি। যদিও তাঁর পৈতৃক নিবাস ছিল কুষ্টিয়া জেলার কুমারখালীর নিকটবর্তী নিয়ামতবাড়ি গ্রামে, তবে তিনি জন্মগ্রহণ করেন পাবনা জেলায়। তিনি ছিলেন মূলত একজন স্বশিক্ষিত কবি, যাঁর সাহিত্য সাধনা শুরু হয়েছিল অত্যন্ত অল্প বয়স থেকে। প্রকৃতির রূপ, নারীর অনুভূতি, প্রেম এবং মানবতাবাদ তাঁর কবিতার প্রধান উপজীব্য ছিল। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'পসারিনী', 'মন ও মৃত্তিকা', 'অরণ্যের সুর' ইত্যাদি। তিনিই প্রথম বাঙালি মুসলিম মহিলা কবি যিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৭) লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার তাঁকে সাহিত্যে অবদানের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে (১৯৭৭) ভূষিত করে। তাঁর সহজ, সরল ও ছন্দময় কাব্যভাষা তাঁকে পাঠক সমাজে একটি স্বতন্ত্র স্থান দিয়েছে।
0 মন্তব্যসমূহ