Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দীনবন্ধু মিত্র ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বাঙালি নাট্যকার ও কবি

নাট্যকার দীনবন্ধু মিত্রের জন্মস্থান ছিলো তৎকালীন নদীয়া জেলা, বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চৌবেড়িয়া গ্রামে।

দীনবন্ধু মিত্র ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বাঙালি নাট্যকার ও কবি। তিনি মূলত তাঁর কালজয়ী নাটক 'নীল দর্পণ' (১৮৬০) রচনার জন্য বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। এই নাটকটিতে তিনি বাংলার নীল চাষীদের উপর ইংরেজ নীলকরদের অমানুষিক শোষণ, অত্যাচার ও নিষ্পেষণের বাস্তব চিত্র অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরেছিলেন, যা তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজ ও ব্রিটিশ প্রশাসনে আলোড়ন সৃষ্টি করে। সরকারি চাকুরীজীবী (পোস্টমাস্টার) হওয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে তিনি এই নাটক রচনা করেন। 'নীল দর্পণ' ছাড়াও তাঁর রচিত 'সধবার একাদশী', 'জামাই বারিক', ও 'লীলাবতী'-এর মতো প্রহসন ও নাটকগুলোও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাঁর রচনার মাধ্যমে সামাজিক অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি এক শক্তিশালী কণ্ঠস্বরে পরিণত হয়েছিলেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ