জলধর সেন ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, ভ্রমণ কাহিনীকার, এবং সম্পাদক। তিনি ১৮৬০ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে (মতান্তরে কুমারখালীতে) জন্মগ্রহণ করেন, যে গ্রামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ির নিকটবর্তী। কর্মজীবনে শিক্ষকতা দিয়ে জীবন শুরু করলেও পরবর্তীতে তিনি সাংবাদিকতা ও সাহিত্য সাধনায় পূর্ণরূপে আত্মনিয়োগ করেন। তিনি 'গ্রামবার্তা প্রকাশিকা', 'হিতবাদী', 'বসুমতী', এবং 'ভারতবর্ষ' সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদনা করে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর রচিত ভ্রমণকাহিনী, বিশেষ করে হিমালয়কে নিয়ে লেখা "হিমালয়" গ্রন্থটি বাংলা সাহিত্যে একটি ক্লাসিক হিসেবে পরিচিত। এছাড়াও তাঁর লেখা উপন্যাস, গল্প ও প্রবন্ধগুলো তৎকালীন পাঠক সমাজে বিপুল সমাদর লাভ করে। তাঁর সরল, প্রাঞ্জল ও দরদী লেখনী তাঁকে বাংলা সাহিত্যের একজন স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
0 মন্তব্যসমূহ