ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কর্তৃক নির্মিত কুষ্টিয়ার গড়াই রেলসেতুটি বাংলাদেশ ভূখণ্ডের প্রথম মেজর রেলওয়ে ব্রিজ।
সেতুটির নির্মাণকাজ শুরু হয় ১৮৬৫ সালে এবং এই সেতুর মাধ্যমে গড়াই নদীর উভয়পাড়কে সংযুক্ত করে কুষ্টিয়া-রাজবাড়ী সেকশন চালু হয় ১ জানুয়ারি ১৮৭১ তারিখে। ৫১৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটিতে মোট ৭টি মেজর স্প্যান আছে । Engineer Sir Bradford Leslie ব্রিজটির নকশা ও নির্মাণের তত্ত্বাবধান করেন।
0 মন্তব্যসমূহ