কু্ষ্টিয়া কেনো দেশের অন্যতম উন্নত জেলা?
১.বাংলাদেশের সব থেকে উচু বিল্ডিং কুষ্টিয়াতে অবস্থিত(BRB cables Tower 40th floors) ২০০মিটার
২.বাংলাদেশের ২য় বৃহত্তম পৌরসভা ও দেশের প্রাচীন পৌরসভাগুলোর একটি
৩.ঢাকার বাইরে সবচেয়ে বড় শিল্পকলা একাডেমি কুষ্টিয়ায় অবস্থিত
৪. ঢাকার বাইরে সবচেয়ে বড় ৩টি শপিং কমপ্লেক্সের একটি কুষ্টিয়া জেলা পরিষদ শপিং কমপ্লেক্স
৫.জেলা শহরের মধ্যে সবচেয়ে বড় এরিয়াভুক্ত হাউজিং এরিয়া কুষ্টিয়া শহরের, যা বিভাগীয় শহর ময়মনসিংহ ও বরিশাল থেকেও এরিয়ায় বেশি।
৬.বাংলাদেশের সব থেকে বড় প্রাইভেট মেডিকেল হাসপাতাল যা উচু মেডিকেল ২২ তলা (নির্মাধীন সেলিনা মেডিকেল কলেজ)
৭.স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম সরকারি বিশ্ববিদ্যালয় - কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি।[I.U] (যা দেশের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম বিষয়ক বিশ্ববিদ্যালয়)
৮.বাংলাদেশের সর্বপ্রথম বিদ্যালয়-কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া।
৯.বাংলাদেশের সর্বপ্রথম রেলসেতু - হার্ডিঞ্জ ব্রিজ কুষ্টিয়াতে অবস্থিত। গড়াই রেল ও বলা হয় দেশের প্রথম সেতু যা কুষ্টিয়ায় অবস্থিত।
১০.বাংলাদেশের সর্বপ্রথম রেলস্টেশন-কুষ্টিয়া জগতি রেলস্টেশন।
১১.বাংলাদেশের সর্বপ্রথম রেল জংশন- কুষ্টিয়া পোড়াদহ রেলস্টেশন।
১১.বাংলাদেশের সব থেকে শিক্ষার হার বেশি তালিকায় কুষ্টিয়া
১২.বাংলাদেশের প্রথম প্রেসক্লাব - কুষ্টিয়াতে অবস্থিত।
১৩.বাংলাদেশের একমাত্র সরকারী অ্যালকোহল তৈরির কারখানা-দর্শনায় অবস্থিত, চুয়াডাঙ্গা (বৃহত্তর কুষ্টিয়ার অন্তর্ভুক্ত)
১৪.বাংলাদেশের প্রথম ও বৃহত্তম চিনিকল - কুষ্টিয়াতে অবস্থিত।
১৫.বাংলাদেশের প্রথম বৃহৎ শিল্প ও প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি-মোহিনী মোহন মিলস কুষ্টিয়াতে অবস্থিত।
১৬.বাংলাদেশের প্রথম বৃহৎ শিল্প ও প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি-মোহিনী মোহন মিলস কুষ্টিয়াতে অবস্থিত।
১৭.বাংলাদেশের সব থেকে দারিদ্র্যের হার কম জেলাগুলোর একটি কুষ্টিয়া জেলা
**(দেশে দারিদ্র্যের হার যেখানে ৩০%, সেখানে কুষ্টিয়া জেলায় এ হার মাত্র ৩%।) [সূত্রঃ প্রথম আলো]
যেখানে, বাংলাদেশের মাথাপিছু আয় ২৮২০ ডলার সেখানে কুষ্টিয়ার মাথাপিছু ৬২০০ ডলার।
এখানে কুষ্টিয়া মাথাপিছু আয়ের দিক থেকে ৩য় ধনী জেলা। [(১).ঢাকার মাথাপিছু ৭৪০০ ডলার, (২.)সিলেটের ৬২২০ ডলার,(৩.) কুষ্টিয়ার ৬২০০ ডলার, (৪.)চট্টগ্রামের ৫৭০০ ডলার,(৫.) রাজশাহীর ৪৮৭০ ডলার]
এছাড়া বাংলাদেশের বড় বড় শিল্প কারখানার মধ্যে বি আর বি গ্রুপ, নাসের টোবাকো গ্রুপ,সোহেল মাসুদ ইন্ডাস্ট্রিজ, MSUK, MRS, KIAM METALS সহ আরোও অনেক বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কুষ্টিয়াতে অবস্থিত।
এছাড়া বাংলাদেশের ৭০% অটো রাইস মিল কুষ্টিয়ার খাজানগরে অবস্থিত। যেখান থেকে বাংলাদেশের ৭০-৮০% চাহিদা পূরণ হয়।
0 মন্তব্যসমূহ